মৃত বাচ্চার নাম রাখা ও দাফনের বিধান কী

সংগৃহীত ছবি

 

ধর্ম ডেস্ক :বাচ্চা জন্মের পর মারা যাওয়া এবং মাতৃগর্ভে মারা যাওয়ার মধ্যে মাসয়ালা কিছুটা ভিন্ন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে সাধারণ মৃতের মতোই তার গোসল ও কাফন দিতে হবে এবং জানাজার নামাজ পড়ে দাফন করতে হবে। এ ধরনের বাচ্চার (বয়স সাত দিনের কম হলেও) নাম রাখার কথা হাদিস শরিফে বলা হয়েছে।

 

রাসুলুল্লাহ (স.) বলেছেন- إِذَا ‌اسْتَهَلَّ ‌الصَّبِيُّ، ‌صُلِّيَ ‌عَلَيْهِ ‌وَوُرِثَ ‘শিশু (ভূমিষ্ঠ হওয়ার পর) চিৎকার করলে (অতঃপর মারা গেলে) তার জানাজা পড়তে হবে এবং তার উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে।’ (সুনানে ইবনে মাজাহ: ১৫০৮)

 

আর যদি বাচ্চা মৃত ভূমিষ্ঠ হয় তাহলে তার জানাজা পড়তে হবে না। তবে তাকে গোসল দিয়ে একটি পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে। অবশ্য এধরনের বাচ্চাকে চাইলে তিন কাপড়েও কাফন দিতে পারবে। আর এ শিশুরও একটি নাম রেখে দিবে।

 

একই পন্থা অবলম্বন করবে অসম্পূর্ণভাবে জন্ম নেয়া মৃত শিশুদের ক্ষেত্রে, যাদের অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয়েছে।

আর যদি নষ্ট হয়ে যাওয়া গর্ভের কোনো অঙ্গ না হয়ে থাকে; বরং শুধু গোশতের টুকরা বের হয় তাহলে তা একটি কাপড়ে পেঁচিয়ে কোথাও দাফন করে দিবে। এক্ষেত্রে যেমন জানাজা নেই, তেমনিভাবে গোসল, নাম রাখা কোনোকিছুর বিধান নেই।

 

(জামে তিরমিজি: ১/২০০; মুসান্নাফ আবদুর রাজজাক: ৩/৫৩০; ফতোয়ায়ে খানিয়া: ১/১৮৬; তাবয়িনুল হাকায়েক ১/২৩৩; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৫৯; জামিউ আহকামিস সিগার: ১/৪২; আদ্দুররুল মুখতার: ২/২০৪, ২২,২২৮)

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যাত্রীবাহী বাসের চাপায় অটোচালকসহ দুজন নিহত

» আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম

» পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় প্রধান অভিযুক্ত অস্ত্রসহ গ্রেপ্তার

» টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি

» ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

» কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর চাইছে: সালাহউদ্দিন

» গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন

» বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১২৬ জন আসামি গ্রেফতার

» ফখরুল-আব্বাসসহ ৬৭ জনকে অব্যাহতি দিলো আদালত

» জামায়াতের আন্দোলন সরকারবিরোধী না : ব্যারিস্টার ফুয়াদ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মৃত বাচ্চার নাম রাখা ও দাফনের বিধান কী

সংগৃহীত ছবি

 

ধর্ম ডেস্ক :বাচ্চা জন্মের পর মারা যাওয়া এবং মাতৃগর্ভে মারা যাওয়ার মধ্যে মাসয়ালা কিছুটা ভিন্ন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে সাধারণ মৃতের মতোই তার গোসল ও কাফন দিতে হবে এবং জানাজার নামাজ পড়ে দাফন করতে হবে। এ ধরনের বাচ্চার (বয়স সাত দিনের কম হলেও) নাম রাখার কথা হাদিস শরিফে বলা হয়েছে।

 

রাসুলুল্লাহ (স.) বলেছেন- إِذَا ‌اسْتَهَلَّ ‌الصَّبِيُّ، ‌صُلِّيَ ‌عَلَيْهِ ‌وَوُرِثَ ‘শিশু (ভূমিষ্ঠ হওয়ার পর) চিৎকার করলে (অতঃপর মারা গেলে) তার জানাজা পড়তে হবে এবং তার উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে।’ (সুনানে ইবনে মাজাহ: ১৫০৮)

 

আর যদি বাচ্চা মৃত ভূমিষ্ঠ হয় তাহলে তার জানাজা পড়তে হবে না। তবে তাকে গোসল দিয়ে একটি পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে। অবশ্য এধরনের বাচ্চাকে চাইলে তিন কাপড়েও কাফন দিতে পারবে। আর এ শিশুরও একটি নাম রেখে দিবে।

 

একই পন্থা অবলম্বন করবে অসম্পূর্ণভাবে জন্ম নেয়া মৃত শিশুদের ক্ষেত্রে, যাদের অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয়েছে।

আর যদি নষ্ট হয়ে যাওয়া গর্ভের কোনো অঙ্গ না হয়ে থাকে; বরং শুধু গোশতের টুকরা বের হয় তাহলে তা একটি কাপড়ে পেঁচিয়ে কোথাও দাফন করে দিবে। এক্ষেত্রে যেমন জানাজা নেই, তেমনিভাবে গোসল, নাম রাখা কোনোকিছুর বিধান নেই।

 

(জামে তিরমিজি: ১/২০০; মুসান্নাফ আবদুর রাজজাক: ৩/৫৩০; ফতোয়ায়ে খানিয়া: ১/১৮৬; তাবয়িনুল হাকায়েক ১/২৩৩; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৫৯; জামিউ আহকামিস সিগার: ১/৪২; আদ্দুররুল মুখতার: ২/২০৪, ২২,২২৮)

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com