রুখসানা রিমি :
যে বৃক্ষ ভালবাসে সে নিষ্ঠুর হতে পারে না
তার বক্ষে জন্ম নেয় বৃক্ষের মায়া
সেই মায়ার টানে বৃক্ষের সুশীতল ছায়া হয়ে
জগত সংসারে সে ভালবাসা ঢেলে যায়।
যে পুষ্প ভালবাসে সে কদর্য হতে পারে না
তার হৃদয়ে জন্ম নেয় পুষ্পের ঘ্রাণ
সেই ঘ্রাণের টানে পুষ্পের পরাগ মেখে
মানুষের অন্তরে সে মাধুর্য ছড়িয়ে যায়।
যে নদী ভালবাসে সে নির্দয় হতে পারে না
তার আত্মায় জন্ম নেয় নদীর দয়া
সেই দয়ার মহিমায় অনুরাগের ঝরনা হয়ে
পথিকের ক্লান্ত চোখে জোছনা বিলিয়ে যায়।
Facebook Comments Box