অমিত গোস্বামী:
কেমন আছ রূপসারি মন,
দূরপ্রবাসে কেমন আছো ?
ভালোবাসার বিশেষ দিনে
মনে পড়ে আমায় আজও?
তোমার দেশে ফাগুন আসে
তুষার ঝরা শীতের শেষে?
এই শহরে এখন জানো
বসন্ত আজ এসে গেছে
মনে আছে এমন দিনে
রূপকথাময় তেপান্তরে
তুমি আমি হারিয়ে যেতাম
ভালোবাসার তুমুল ঝড়ে
বৃষ্টিরোদের পরোয়া নেই
মন ছোটাতাম এক্কাগাড়ি
ঘুমপাড়ানি হ্যাজাকআলো
জ্যোৎস্না মেখে ফিরছি বাড়ি
তখন এমন ভ্যালেনটিনো
দিবস-টিবস, না ছিল্ না
হিসেব করে উচ্চস্বরে
দেওয়া-নেওয়া তাও অজানা
এটাই ভালো, দিবস মানা
মন গড়ানো ঢালু পথে
তুমি-আমি’র সালতামামি
হারিয়ে যায় নদীর স্রোতে
হারিয়ে ফেলার যন্ত্রণা নেই
চাঁদের ফালি মুঠোয় নিয়ে
রাত্রি আসে সব হারানোর
হাহারবের সুর বাজিয়ে
বসন্ত আজ পা রেখেছে
প্রেম দিবসও একই দিনে
ভালো থেকো রূপসারি মন
ভালোবাসার রাস্তা চিনে।
ভালো থেকো আপন ঘরে
ভালো থেকো দূরপ্রবাসে
শেষে বলি তোমায় আজও
একটি হৃদয় ভালোবাসে।
সূএ:ডেইলি বাংলাদেশ ডটকম