রুখসানা রিমি:
বসন্ত যেমন ফিরে ফিরে আসে
কৃষ্ণচূড়াকে রাঙ্গাতে
হেমন্ত যেমন ফিরে ফিরে আসে
কিষাণীর ঠোঁটে হাসি ফোটাতে
বর্ষা যেমন ফিরে ফিরে আসে
সমুদ্রের তৃষ্ণা মেটাতে
বোশেখ যেমন ফিরে ফিরে আসে
ধূলিকণার কষ্ট নেভাতে
শরত যেমন ফিরে ফিরে আসে
আকাশের অভিমান ভাঙ্গাতে
শীত যেমন ফিরে ফিরে আসে
প্রকৃতিকে নরম পরশ দিতে
তেমনি আমিও বার বার অজস্র বার
ফিরে ফিরে আসবো
তোমার অনুরাগের কষ্ট পোহাতে!
Facebook Comments Box