রুখসানা রিমি:
প্রতিক্ষণ বিরহের ফুল ফোটে
প্রত্যেক রজনী বিনিদ্র কাটে
তবু আমার মন আকাশে
হাসিমুখে চাঁদ ওঠে না!
বছর বছর নবান্ন আসে
নানা রঙে বসন্ত হাসে
তবু আমার হৃদ আকাশে
প্রিয়বন্ধুর মন ভাসে না!
ফুলকে আর জ্বালিও না পাখি
আমার বন্ধুর মন ভালো না।
ফুলতো ফুটতে না ফুটতেই
বেপরোয়া বাতাসে-
হারিয়েছে কলি
কখনো খরায় কখনো প্লাবণে
কখনো শীতের হাড় কাঁপুনিতে
ফুলের পাপড়িগুলো
আগের মতো আর হাসে না!
Facebook Comments Box