ছবি সংগৃহীত
আগামীকাল বুধবার ৩য় ধাপে টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বুধবার দুপুরের পর থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা হলরুম থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন।
পরে এসব সরঞ্জাম আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ।
এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন