লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে করেছেন ময়মনসিংহ অঞ্চল পরিচালক, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ ড.ছামিউল হক ফারুকী।
শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আধুনিক ও সমৃদ্ধ ইসলামপুর গড়তে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন গণ অভূথ্যান হলেও এখনো আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি। দেশে চাঁদাবাজ বৃদ্ধি পেয়েছে এসব রুখতে হবে।
এছাড়াও তিনি জামায়াত ইসলামের রাজনীতি দূর্নীতি বিরোধী রাজনীতি উল্লেখ করে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়ার আশা ব্যক্ত করেন।
প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জমানের সভাপতিত্বে এতে জেলা জামায়াতের সহকারী আমীর আমজাদ হোসেন,উপজেলা জামায়াতের আমীর রাাশেদুজ্জামান,সেক্রেটারী আবু মুছাসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box