লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর সংবাদদাতা।। জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে সোমবার এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামের জমি নিয়ে জবেদ আলী মেম্বার ও একই গ্রামের শাহাজল সর্দার চলাচলের রাস্তা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে শাহাজল সর্দার গ্রুপের কড়ি সর্দার পুত্র বিসু, দুলাল সর্দার,মিজের উদ্দিনের কন্যা মাজেদা, এবং জবেদ আলী গ্রুপের জবেদ আলী, সুরুজ সর্দার পুত্র আব্বাস আলী সর্দার,আলিমুদ্দিনের কন্যা সুফিয়া আক্তার ও আফসার আলীর পুত্র সুরুজ সর্দার আহত হয়। আহতরা শেরপুর সদর হাসপাতাল ও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ.স.ম আতিকুর রহমান কে ফোন করলে তিনি রিসিভ করেন নি।
Facebook Comments Box