অপূর্ব লাল রায়:
তোকে ছুঁতে হাত কাঁপছিল আমার
সদ্য নিথর ক্লান্ত দেহখানা
আমার সামনে
থুতনির নিচে গলার লাল দাগটা
তখন ও কালশিটে পড়ে যায়নি-
চোখের পাতাদুটো অমোঘ সত্যি মেনে
শেষবারের মত বন্ধ হতে —
চাইছিলনা কিছূতেই-
তাদের পেরিয়ে যখন গন্ডদেশে
হাত রাখলাম!
অবাধ্য বলিরেখা মেলায়নি তখন ও!
হাত পা থেকে তাপ শুষে নিতে ব্যাস্ত
থমকে থাকা বায়ুপুঞ্জ
বুকের কাছটা তখন ও উষ্ণতর
হয়তো কতশত টুকরো, ছেড়া-
স্বপ্নরা ছিল ওই বুকে-
তখন ও উষ্ণতা জড়ো করে রেখেছিল তারা–!
শীতল মৃত্যুর কোলে ঢলে যেতে
যেতে—— সূএ:দ্য নিউজ এক্সপ্রেস