ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবেশে টাকা ছিনতাই করার সময় মজিবর (২৫) ও শামীম (২৫) নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
১৮ জুন দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার ফতেপুর খেজুর গাছতলা কুড়িয়ার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, প্রাইভেটকার চালক ফতেপুর গ্রামের আল আমিন (২৬) আমুয়াকান্দা বাজারে গ্যারেজে তার গাড়ি রেখে ১২ হাজার ৫শ টাকাসহ আমুয়াকান্দা ব্রিজ মোড় থেকে একটি সিএনজিতে ওঠে। ওই সিএনজিতে আগের ৩ জন যাত্রী ছিল। পরে ওরা কিছুদূর যাওয়ার পর আল আমিনের বুকে ছুরি ধরে টাকাগুলো নিয়ে যায় এবং তাকে ধাক্কা মেরে সিএনজি থেকে ফেলে দেয়। এসময় আল আমিন তাদের একজনকে টেনে ধরে হেঁচড়ে যেতে থাকে। পরে পথচারীরা তাদের আটক করেন। এ ঘটনায় গুরুতর আহত আল আমিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, আল আমিনের পিতা আক্কাস আলী ফকির বাদি হয়ে ১৯ জুন ফুলপুর থানায় মামলা করেছেন আর ২০ জুন আসামিদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত মজিবর হালুয়াঘাট উপজেলার ঘাশিগাঁও গ্রামের মোনায়েম খানের ছেলে আর শামীম একই উপজেলার মুকিমপুর নগুয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তারা ঘটনায় জড়িত থাকার বিষয়ে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।