সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারাতের পর রংপুর পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সাড়ে ১০টায় পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা
এরপরে আজ কুড়িগ্রামের উদ্দেশ্যে যায় দলের নেতাকর্মীরা। এই যাত্রাপথেই দেখা গেল তাদের বিরতি নিতে। বিরতির ফাঁকেই দেখা গেল নাহিদ, হাসনাত, সার্জিস, পাটোয়ারীদের রাস্তার পাশে দাঁড়িয়ে কাঠাল খেতে।
এমন কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ কাঠাল ভেঙে দিচ্ছেন, নাহিদরা খাচ্ছেন। সাধারণের কাতারে নেমে এমন সাধারণ মানুষের মতো কর্মকাণ্ডে এনসিপি নেতাকার্মীদের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে ছবিটির সঙ্গে ইতিবাচক মন্তব্য করছেন নেতিজেনরা।
কেউ কেউ অবশ্য নেতিবাচক মন্তব্য যে করছেন না তা নয়।