লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নে জিগাতলা গ্রামে ইউপি সদস্য আব্দুর রহিম (৫০) হত্যা সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে জিগাতলা গ্রামের উত্তেজিত জনতা জিগাতলা গ্রামের আজাহার সরকারের পুত্র মোঃ সালাম (৪০) ও দেওয়াগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের চর হলকা হাওড়াবাড়ী গ্রামের সোবহান আলীর পুত্র মোঃ চান মিয়া (৩০) নামের দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আ’ট’ক করে থানায় নিয়ে আসে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আতিকুর রহমান বলেন,সংবাদ পাই জিগাতলা গ্রামের উত্তেজিত জনতা দুজনকে আটক করে রেখেছে। সংবাদের ভিত্তিতে টহল টিম ও পিবিআই টিমসহ উত্তেজিত জনতার হাত থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা নিয়ে আসি। সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকলে হত্যা মামলায় চালান করা হবে।
উল্লেখ্য যে,শনিবার (২৮জুন) মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে নিয়ে আসে দুর্বৃত্তরা। এরপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই মারা যান ওই ওয়ার্ডের দুইবারের ইউপি সদস্য আব্দুর রহিম।
Facebook Comments Box