কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে ছুরিকাঘাতে মৌলভী মনির হোসেন (৩৫) নামে এক রোহিঙ্গা প্রতিবেশীর হাতে খুন হয়েছেন।
বুধবার রাত ৮ টার দিকে পূর্ব শত্রুতার জেরে জামতলী ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এ হত্যান্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন।
তিনি বলেন, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে নিহতের শত্রুতা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত মৌলভী মনিরকে ওই শত্রুতার জেরে ক্যাম্পের প্রতিবেশী কেফায়েত উল্লাহ গংরা পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।তিনি আরও বলেন, এই ঘটনায় আমরা অভিযুক্তদের আটক করতে অভিযান চালাচ্ছি।