কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহীতে আটক হওয়া ২০ রোহিঙ্গা নাগরিক পালিয়ে যাওয়ার পর ফের ৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
সোমবার দিনভর অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গাকে পুনরায় আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. কাছিম (২৩), তার স্ত্রী মিনারা বেগম (২১), তাদের শিশু সন্তান মোহাম্মদ আনাছ (২), মহিব উল্যাহ (২২) ও জুবায়ের (৭)।
পুলিশ জানায়, সারাদিন অভিযান শেষে সন্ধ্যার সময় চর এলাহী ইউনিয়নের গাংচিল নামার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান জানান, ভাসানচর থেকে পালিয়ে আসা অন্য রোহিঙ্গা নাগরিকদের উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।