গলাচিপার উলানিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাদল শর্মাকে কুপিয়ে জখম করেছে একই এলাকার কবির গাজী নামে এক ব্যক্তি। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে উলানিয়া বাজার এলাকায় বাদল শর্মার পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক বাদল শর্মা তার পুরাতন বাড়িতে বিকেল সাড়ে তিনটার দিকে মকবুল গাজী, হারুন মৃধা, অবনী নাথের সাথে বসে তাস খেলছিল। এসময় হঠাৎ মকবুল গাজীর ছেলে কবির গাজী এসেই বাদল শর্মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত বাদল শর্মার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে (বাদল শর্মাকে) উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ বলেন, খবর শোনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।