কুমিল্লায় আড়াই মণ গাজাসহ একজন মাদক কারবারি ও তার সহযোগী এক কিশোরকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার সুয়াগাজী এলাকায় তাদের আটক করা হয়। এ সময় অভিনব কৌশলে পিকাপের ভিতর লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
আজ র্যাব-১১ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো-কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরণ্যপুর গ্রামের নুরুল হক খানের ছেলে মো. জাকির হোসেন প্রকাশ জীবন (৩৫) এবং অপর একজন কিশোর।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও তার সহযোগী কিশোর’কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামি ও কিশোর অপরাধীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।