‘মনপুরা’ সিনেমাটির পর খ্যাতিমান নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিকল্পনা করেন ময়মনসিংহ গীতিকার কাহিনী অবলম্বনে ‘কাজলরেখা’ নির্মাণের। কিন্তু সিনেমাটির কাজ শুরু করেননি এক দশক ধরে। নির্মাতার কথায়, প্রযোজক ও নির্মাণের পরিবেশ পাননি। এমনকি মনের মতো শিল্পী পাননি ‘মনপুরা’খ্যাত এই নির্মাতা। তবুও হাল ছাড়েননি। বরং প্রতিনিয়ত সিনেমাটি নির্মাণ প্রক্রিয়া চালিয়ে গেছেন নীরবে। এর মধ্যে শেষ করেছেন পরীমনি ও শরিফুল রাজকে নিয়ে ‘গুনিন’ সিনেমার কাজ।
অবশেষে আলোর মুখ দেখতে চলেছে ‘কাজলরেখা’। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বুধবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে সিনেমার কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
জানা গেছে, ‘কাজল রেখা’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। এছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।