সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নেত্রকোনার মদনে ৬০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাতে উপজেলার চানগাও ইউনিয়নের শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— চানগাও শাহপুর গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৮), তার স্ত্রী লাকী আক্তার (২৫) ও কেন্দুয়া উপজেলার গগডা ইউনিয়নের লাজপাড়া গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)। গ্রেফতাররা মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা মাদকের কারবার করছে। এর আগেও পুলিশ তাকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার রবিউল মাদকের এক চালান নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের ইয়াবা ও মদসহ ওই তিনজনকে গ্রেফতার করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।







