আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাট জেলার পাটগ্রামের সীমান্তে মালিকবিহীন ৪টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানা গেছে, বিভিন্ন সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লালমনিরহাট জেলার পাটগ্রামের সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ নাজিরগোমানী বিওপির টহলদল রবিবার (১৬ নভেম্বর) চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন সাইজের ০৪টি ভারতীয় গরু আটক করেছে। আটককৃত ভারতীয় গরুর আনুমানিক মূল্য-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা।
রবিবার সন্ধ্যায় তিস্তা ব্যাটালিয়ান (৬১ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে পাটগ্রামের সীমান্তে মালিকবিহীন ৪টি ভারতীয় গরু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।







