সংগৃহীত ছবি
টাকা বা মূল্যবান যেকোনো জিনিস রাস্তা-ঘাটে কুড়িয়ে পেলে তা মসজিদে দেওয়া বৈধ নয়। মসজিদে দেওয়া যায় শুধুমাত্র নিজের টাকা। কুড়িয়ে পাওয়া টাকা যথাযথ পন্থায় প্রচারের পর মালিকের সন্ধান না পেলে কোনো গরিবকে সদকা করে দিবে। কিন্তু মসজিদে দেওয়া যাবে না।
(ফাতহুল কাদির: ৫/৩৫২; আলবাহরুর রায়েক: ৫/১৫৩; তাবয়িনুল হাকায়েক: ৪/২১২; আদ্দুররুল মুখতার: ৪/২৭৯)
কুড়িয়ে পাওয়া টাকার ব্যাপারে শরিয়তের বিধান হলো- টাকা পাওয়ার স্থান ও আশপাশ এবং নিকটবর্তী জনসমাগমের স্থানে প্রাপ্তির ঘোষণা দিতে থাকবে এবং প্রকৃত মালিক পাওয়া গেলে তাকে হস্তান্তর করে দেবে। ঘোষণার পরও মালিকের সন্ধান পাওয়া যাবে না বলে প্রবল ধারণা হলে তা কোনো গরিব-মিসকিনকে সদকা করে দেবে।
নিজে গরিব হলে নিজেও ব্যবহার করতে পারবে। তবে কোনোসময় মালিক এসে খোঁজ করলে তাকে ফিরিয়ে দিতে হবে। আর যদি টাকার পরিমাণ এতই কম ও নগণ্য হয় যে মালিক তা অনুসন্ধান করবে না, তাহলে তা কোনো ফকিরকে সদকা করে দিবে।
(তথ্যসূত্র: ফতোয়ায়ে হিন্দিয়া: ২/২৮৯; আদ্দুররুল মুখতার: ৪/২৭৮; ফাতহুল কাদির: ২/২০৮; আলমুহিতুল বুরহানি: ৮/১৭১; ফতোয়ায়ে হিন্দিয়া: ৬/৪৪৪, রহিমিয়া: ৯/১৯৩)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুড়িয়ে পাওয়া টাকা-পয়সা বা ধন-সম্পদ শরিয়ত নির্দেশিত উপায়ে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার তাওফিক দান করুন। আমিন। সূএ:ঢাকা মেইল ডটকম