ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫: সুবিধা অ্যাপের মাধ্যমে এমহাদি সাপোর্ট সার্ভিসেস লিমিটেডের কর্মীদের ডিজিটাল লোন সুবিধা ‘সাফল্য’ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই উদ্যোগের আওতায় প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় উপেক্ষিত ড্রাইবার ও অপারেশনাল কর্মীদের মতো পরিষেবা কর্মীরা ব্র্যাক ব্যাংকের ইনস্ট্যান্ট ডিজিটাল লোন সুবিধা উপভোগ করতে পারবেন। এই সহযোগিতা অর্থায়ন সুবিধা আরও সহজ, দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন করার মাধ্যমে কর্মীদের ক্ষমতায়ন করবে।
ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং এমহাদি সাপোর্ট সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আরিকুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই চুক্তির বিষয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “এই চুক্তিটি ব্র্যাক ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের ব্যাপারে ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। আমাদের ডিজিটাল লোন প্রোগ্রাম ‘সাফল্য’ আর্থিক সেবার বাইরে থাকা সেসব উপেক্ষিত মানুষদের জন্য, যারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে অসামান্য অবদান রাখছেন।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঋণপ্রাপ্তি কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি একটি অধিকার। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে আমরা এই সুবিধা আরও সহজলভ্য করছি।”
মো. আরিকুল ইসলাম বলেন, “এমহাদি সাপোর্ট সার্ভিসেস কর্মীদের কল্যাণে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই সহযোগিতা আমাদের কর্মীদের জন্য আরও সহজ ও নিরাপদ ঋণসুবিধা নিশ্চিত করবে।
আমাদের এই উদ্যোগ কর্মীদের আর্থিক স্থিতিশীলতা ও সার্বিক জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
এই অংশীদারিত্ব প্রযুক্তিনির্ভর সল্যুশনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রচেষ্টার অংশ। দেশের প্রতিটি পরিশ্রমী মানুষের কাছে আনুষ্ঠানিক ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে তাঁদের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে ব্যাংকটি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।







