পাবনার ঈশ্বরদীতে শনিবার দুপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে।যমজ বোন সাদিয়া ও নাদিয়া ঈশ্বরদী শহরের দরিনারিচা এলাকার কুদ্দুস খানের কন্যা। আর যমজ ভাই সেলিম মাহমুদ ও সুলতান মাহমুদ নওগাঁর মহাদেবপুরের সেকেন্দার আলী মণ্ডলের ছেলে।
এদের মধ্যে সাদিয়ার সঙ্গে সেলিমের এবং নাদিয়ার সঙ্গে সুলতালের বিয়ে হয়েছে। সেলিম ও সুলতান দুজনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
সাদিয়া ও নাদিয়া দুই বোন কলেজশিক্ষার্থী। তাদের বাবা কুদ্দুস খান ঈশ্বরদীর বউবাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী।ব্যতিক্রমী এ বিয়েতে অতিথি ছাড়াও শত শত উৎসুক জনতা ভিড় করেন।