ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫: ব্র্যাক ব্যাংকের রিডিং ক্যাফের সদস্যরা সম্প্রতি খ্যাতনামা লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ নিয়ে আলোচনা করেন।
পাঠচক্রের আলোচনাটি প্রাণবন্ত হয়ে ওঠে যখন সদস্যরা উপন্যাসটির কাহিনি, চরিত্রগুলোর
নির্মাণ এবং মানুষের অনুভূতি বোঝার ক্ষেত্রে লেখকের লেখার গভীরতা নিয়ে মতবিনিময় করেন।
অনেক বছর আগে লেখা হলেও উপন্যাসটির মানুষের নিঃসঙ্গতা, ভালোবাসা ও পরিবর্তনশীল জীবনের অর্থের খোঁজ – এসব চিরন্তন বিষয় আজকের পাঠকদের কাছেও একইভাবে প্রাসঙ্গিক বলে পাঠচক্রের আলোচকরা মনে করেন।
রিডিং ক্যাফেতে অংশগ্রহণকারীরা বলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প বলার ভঙ্গি সময়ের
প্রেক্ষাপটে দাঁড়িয়েও আধুনিক পাঠকদের হৃদয়ে দাগ কাটে, যা তাঁর সাহিত্যিক দক্ষতারই প্রমাণ।
ব্যক্তিগত অনুভূতি ও সমাজ বাস্তবতাকে দক্ষতার সঙ্গে মিশিয়ে ‘অরণ্যের দিনরাত্রি’কে তিনি একই সাথে ব্যক্তিগত ও সার্বজনীন রূপ দিয়েছেন বলে আলোচনায় উল্লেখ করা হয়।
চলমান সাহিত্যআলোচনার অংশ হিসেবে রিডিং ক্যাফের সদস্যরা পরবর্তী পাঠচক্রে লেখক ইকরাম কবীরের দুটি বই নিয়ে আলোচনা করবেন – ‘খুদে গল্পের বই’, যা ৪৭টি বাংলা ফ্ল্যাশ ফিকশনের সংকলন, এবং ‘এক দুষ্টু ক্যাডেটের গল্প’, যা বাংলাদেশের ক্যাডেট কলেজ জীবনের ওপর ভিত্তি করে লেখা একটি ডকু-ফিকশন।
রিডিং ক্যাফের সদস্যরা বলেন, তারা ভবিষ্যতেও এমনই মননশীল পাঠ ও আলোচনার ধারাবাহিকতাবজায় রাখতে চান, যা ব্র্যাক ব্যাংকের সহকর্মীদের মধ্যে চিন্তার বিকাশ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে।







