সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট-বলে দাপট দেখিয়ে ইনিংস জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতে ম্যাথু হাম্প্রেসকে (১৬) সাজঘরে পাঠালেন তাইজুল ইসলাম। তার আউটে সিলেট টেস্টে অবিশ্বাস্য কিছু না ঘটলে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয় বলতে গেলে নিশ্চিত।
ম্যাথু হাম্প্রেস তাইজুল ইসলামের ঘূর্ণিতে স্লগ সুইপ করতে গিয়েছিলেন, টপ এজ হয়ে বল উঠে যায় ওপরে। শর্ট ব্যাকওয়ার্ড স্কয়ারে সাদমান ইসলাম নেন ক্যাচ। ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে আইরিশরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফকারীদের সংগ্রহ ৬ উইকেটে ১৬১ রান। এখনও ১৪০ রানে পিছিয়ে তারা।
এর আগে সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৩০১ রানের। জবাব দিতে নেমে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে সফরকারী আয়ারল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আইরিশরা। চাদ কারমাইকেলকে (৫) বোল্ড করেন নাহিদ রানা। পল স্টার্লিং আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন। তার ৪৩ রানের ইনিংসটি কাটা পড়ে নাজমুল হোসেন শান্তর করা রানআউটে।
এরপর হ্যারি টেক্টরকে (১৮) এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। হাসান মুরাদের বলে ড্রাইভ খেলতে গিয়ে এক্সট্রা কভারে সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচ হন কুর্তিস ক্যাম্ফার (৫)। ঝাঁপিয়ে পড়ে বাজপাখির মতো বলটি তালুবন্দি করেন সাদমান।
হাসান মুরাদের দ্বিতীয় শিকার হন লরকান টাকার (৯)। বল পায়ে লাগলে আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। দেখা যায় বল আঘাত করতো লেগ স্টাম্পে। সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। ৮৫ রানে ৫ উইকেট হারায় আইরিশরা।







