ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ Maya Angelou, Letter to My Daughter
“আমি বিশ্বাস করি যে বেশিরভাগ মানুষই বড় হয় না। আমরা গাড়ি ও অর্থবিত্তের মালিক হই। আমরা বিয়ে করি ও সাহস করে সন্তান নেই এবং এগুলোকে বড় হওয়া বলি। কিন্ত্য আমি মনে করি যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যা হই তা হলো বয়সী হওয়া।
আমরা আমাদের শরীরে ও মুখে বছরগুলো জমাই, কিন্তু আমাদের সত্যিকারের সত্তাগুলো, ভেতরের শিশুগুলো সবসময়ই ম্যাগনোলিয়ার মতো নির্দোষ ও লাজুক রয়ে যায়।
আমরা বাস্তবধর্মী ও যথাযথ পার্থিব আচরণ করতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা সবচেয়ে নিরাপদ বোধ করি যখন আমরা নিজেদের মধ্যে প্রবেশ করি ও সেখানে নিজেদের বাড়ি খুঁজে পাই। এটা হলো এমন জায়গা আমরা প্রত্যেকেই যার অঙ্গীভূত এবং সম্ভবত একমাত্র জায়গা যেখানে আমরা সকল সময়ে সাচ্ছন্দ্যবোধ করি।”
সূএ:ডেইলি-বাংলাদেশ