আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আরও কয়েকজন নেতা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহলে এ ঘটনা ঘটে।

 

মৃত আল আমিন (৪০) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রোকন উদ্দিন ভূঁইয়ার ছেলে। পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য।

অসুস্থরা হলেন- সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দী ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন। পাকুন্দিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক আল ইমরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) পাকুন্দিয়া উপজেলা বিএনপি পাকুন্দিয়া, পৌর বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন উপলক্ষ্যে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহলে উপজেলা বিএনপির অফিসের সামনে আসে। এসময় ইউনিয়ন বিএনপির নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনার পর গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন তাৎক্ষণিক উপজেলা বিএনপির আনন্দ মিছিল স্থগিত করেন। অশ্রুশিক্ত হয়ে জালাল উদ্দিন বলেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সে দলের নিবেদিত কর্মী ছিল। তার মতো দলপ্রেমী মানুষ আমি আমার রাজনৈতিক জীবনে কমই দেখেছি। ডাক্তাররা জানিয়েছেন সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া প্রচণ্ড গরমের কারণে আরও কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি ও বিএনপি নেতা আলামিনের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ডাকসু নির্বাচন : ডিসি মাসুদ

» ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল: শিবির সেক্রেটারি

» এনআইডি হারিয়ে গেলে আর জিডি করতে হবে না: ইসি সচিব

» ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

» মানবপাচার চক্রের হাত থেকে দুই বাংলাদেশি কিশোরকে উদ্ধার, আটক ১

» ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী: গয়েশ্বর

» কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ১জনকে কুপিয়ে জখম

» ঋতুপর্ণা-মৌসুমীকে নিয়ে প্রকাশ্যে এলেন ফেরদৌস

» পরিত্যক্ত বস্তায় মিলল ১০ বন্দুক ও ৩৬ রাউন্ড কার্তুজ

» ‌যারা লুকিয়ে ছিল, তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন: হান্নান মাসউদ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আরও কয়েকজন নেতা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহলে এ ঘটনা ঘটে।

 

মৃত আল আমিন (৪০) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রোকন উদ্দিন ভূঁইয়ার ছেলে। পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য।

অসুস্থরা হলেন- সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দী ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন। পাকুন্দিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক আল ইমরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) পাকুন্দিয়া উপজেলা বিএনপি পাকুন্দিয়া, পৌর বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন উপলক্ষ্যে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহলে উপজেলা বিএনপির অফিসের সামনে আসে। এসময় ইউনিয়ন বিএনপির নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনার পর গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন তাৎক্ষণিক উপজেলা বিএনপির আনন্দ মিছিল স্থগিত করেন। অশ্রুশিক্ত হয়ে জালাল উদ্দিন বলেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সে দলের নিবেদিত কর্মী ছিল। তার মতো দলপ্রেমী মানুষ আমি আমার রাজনৈতিক জীবনে কমই দেখেছি। ডাক্তাররা জানিয়েছেন সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া প্রচণ্ড গরমের কারণে আরও কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি ও বিএনপি নেতা আলামিনের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com