রাজশাহীর গোদাগাড়ি বিওপি এলাকায় বিজিবির অভিযানে ৭ স্বর্ণের বারসহ মুক্তার হোসেন (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি।
বৃহস্প্রতিবার সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ি পৌর এলাকার হাটপাড়া ডাকবাংলো খেয়াঘাটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মুক্তার হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীনগর বকচর এলাকায়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, গোদাগাড়ি বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার আইনুদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ডাকবাংলো খেয়াখাটের সামনে অভিযান চালায়। এসময় চোরাচালানকৃত ৭টি স্বর্ণের বার জব্দসহ চোরাকারবারি মুক্তারকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫২ লাখ ৫০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দকৃত স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন মুক্তার।
তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বার সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এ বিষয়ে গোদাগাড়ি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।