ফাইল ফটো
অনলাইন ডেস্ক : কামরাঙ্গীরচরে রিকশাচালক হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। হত্যাকাণ্ডের রহস্যও উদ্ঘাটন করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
বুধবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ডিবির লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) আমিনুল কবির। তিনি বলেন, রাতের অন্ধকারে ওই রিকশাচালককে হত্যা করে সড়কে ফেলে রাখা হয়। কে বা কারা এ হত্যার সঙ্গে জড়িত ছিল তা এতদিন অজানা ছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার পরই ডিবি তদন্তে নামে এবং দুইজনকে গ্রেপ্তার করে।
বিকাল চারটায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ডিবির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দীন সামী ঘটনার বিস্তারিত জানাবেন।