ঢাকা, ০৮ নভেম্বর ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বন্দর নগরী চট্টগ্রামে ‘প্রাইম নীরা-এসএমই নারী উদ্যোক্তা’ প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ব্যাংক নীরা কর্মসূচি দেশব্যাপী নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক উন্নয়নে করে যাচ্ছে।
সম্প্রতি নগরীর আগ্রাবাদ হোটেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রাইম ব্যাংকের ১৩০ জনের বেশি নারী উদ্যোক্তা এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ছিল- নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা এবং আর্থিক ব্যবস্থাপনা ও বাজার সম্প্রসারণ বিষয়ে ধারণা বাড়ানো। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের এসএমই খাতে আরও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসি এর চট্টগ্রাম রিজিওনাল হেড সরকার মেহেদী রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের হেড অফ স্মল বিজনেস ও রিফাইন্যান্স শেখ নূর আলম; বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফাতিমা আক্তার নাজ, চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা ব্যবস্থাপক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মুস্তাফা।
অনুষ্ঠানে বক্তারা নারী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীলতা, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করেন।







