প্রাকৃতিক উপাদান দিয়ে কমোড পরিষ্কারের সহজ কিছু কৌশল

ছবি: অন্তর্জাল

 

আমাদের জীবনের দৈনন্দিন আরো দশটা কাজের মতন বাড়ি-ঘরের সাফ-সাফাই করাটাও অত্যন্ত জরুরি একটি কাজ। আর সেটা জরুরি আমাদের নিজেদের ভালো থাকার জন্যেই। বিশেষ করে বাড়ির রান্নাঘর, বাথরুম আর ডাইনিংয়ের মতন স্থানগুলো নিয়মিত পরিষ্কার করা উচিত।

 

তবে এর মধ্যে টয়লেট পরিষ্কার করাটাই অনেক ঝামেলার। তার ওপর কমোড পরিষ্কার করাটা তো আরো বেশি ক্লান্তিকর বিশেষ করে আপনি যদি এটাকে ঝকঝকে করতে চান।

আর কমোড পরিষ্কারের জন্যে বাজারে অনেক পণ্য পাওয়া যায়; যা রাসায়নিক সমৃদ্ধ। এগুলো পরিষ্কার করার পাশাপাশি আপনার কমোডের বর্ণ ও ফ্যাকাসে করে দেবে। এই সমস্যাটি প্রতিরোধের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই সবচেয়ে ভালো সমাধান। কমোড পরিষ্কার করার জন্য যেসব প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করা যায় তা হলো-

 

ভিনেগার: প্রথমে টয়লেট ফ্ল্যাশ করে নিন। ১০ মিনিট পর টয়লেট পরিষ্কার করার ব্রাশ দিয়ে ব্রাশ করে নিন। তারপর ১ গ্লাস ভিনেগার কমোডে ঢালুন এবং ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর আবার খুব ভালোভাবে ব্রাশ করুন। এরপর ফ্ল্যাশ করুন।

বেকিং সোডা ও ভিনেগার: রাতে ২ টেবিলচামচ বেকিং সোডা কমোডে ছিটিয়ে রাখুন। সকালে তিনবার ফ্ল্যাশ করুন। তারপর আধা কাপ ভিনেগার কমোডে দিয়ে ভালো করে ব্রাশ করুন। এর ফলে কমোডের যেকোনো ধরনের দাগই দূর হবে।

 

 লেবুর রস ও বোরাক্স: লেবু এমন একটি ফল যা দিয়ে আপনি ঘরের যেকোনো জিনিস পরিষ্কার করতে পারেন। আপনার টয়লেটের কমোডটি ঝকঝকে পরিষ্কার করার জন্য একটি পাত্রে ১ কাপ বোরাক্স নিয়ে এর সঙ্গে ২টি লেবুর রস যোগ করুন। উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। কমোডে পানি দিয়ে দিন বা ফ্ল্যাশ করে নিন যাতে কিনারের অংশগুলোও ভিজে। একটি স্পঞ্জের সাহায্যে মিশ্রণটি কমোডের সব জায়গায় লাগান। ২ ঘন্টা রাখার পর ব্রাশ দিয়ে ভালো করে মেঝে ধুয়ে নিন। কমোডের রিং এর একগুঁয়ে দাগ দূর করতে এটি চমৎকার কাজ করে।

বেকিং সোডা: ৩ টেবিলচামচ বেকিং সোডা কমোডে ছিটিয়ে রাখুন সারারাত। সারারাত থাকার ফলে এটি কমোডের মধ্যে শোষিত হবে। সকালে ফ্ল্যাশ করুন এবং ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষুন। তারপর আবারো ফ্ল্যাশ করুন। আপনার কমোডটি উজ্জ্বল ও পরিষ্কার হবে।

 ভিনেগার ও বোরাক্স: কমোডে ফ্ল্যাশ করে নিয়ে এর মধ্যে বরিক পাউডার ছিটিয়ে দিন। এর উপর ভিনেগার স্প্রে করুন। এভাবে ৩০ মিনিট বা তার বেশি সময় রেখে দিন। তারপর ব্রাশ করে ধুয়ে ফেলুন।

 ক্যাস্টাইল সোপ ও বেকিং সোডা: অলিভ অয়েল ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা নির্মিত হয় ক্যাস্টাইল সোপ। একটি বড় পাত্রে ১/৪ কাপ পরিমাণ তরল ক্যাস্টাইল সোপ নিয়ে এর সঙ্গে ৩/৪ কাপ   পরিমাণ পানি নিন এবং এর সঙ্গে ২ টেবিলচামচ বেকিং সোডা ও ৮-১০ ফোঁটা এসেনসিয়াল অয়েল বা লেবুর রস দিন। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে একটি  স্প্রে বোতলে ভরে নিন। বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে কমোডে স্প্রে করুন এবং ব্রাশ দিয়ে মেজে নিন। তারপর ফ্ল্যাশ করন।   সূএ : ডেইলি-বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘জাতীয় সমাবেশ’ সফল করতে জামায়াত আমিরের আহ্বান

» এনসিপি বাংলাদেশপন্থি, দিল্লি-লন্ডন-আমেরিকার ওপর নির্ভর করে না : হাসনাত

» শামীম হায়দারের নেতৃত্বে আ. লীগের পুনর্বাসন হতে যাচ্ছে : রাশেদ খান

» ঢাকায় নির্বাচনী শোডাউন করতে চায় জামায়াত

» আবরার ফাহাদের দেখানো পথে এনসিপি রাজনীতি করছে : নাহিদ

» এবার সাবেক এমপি আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

» আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও থাকতে হবে: মির্জা ফখরুল

» ‘যারা পিআর চায়, তারা আওয়ামী লীগকে ফেরাতে চায়’

» বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

» অবশেষে এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রাকৃতিক উপাদান দিয়ে কমোড পরিষ্কারের সহজ কিছু কৌশল

ছবি: অন্তর্জাল

 

আমাদের জীবনের দৈনন্দিন আরো দশটা কাজের মতন বাড়ি-ঘরের সাফ-সাফাই করাটাও অত্যন্ত জরুরি একটি কাজ। আর সেটা জরুরি আমাদের নিজেদের ভালো থাকার জন্যেই। বিশেষ করে বাড়ির রান্নাঘর, বাথরুম আর ডাইনিংয়ের মতন স্থানগুলো নিয়মিত পরিষ্কার করা উচিত।

 

তবে এর মধ্যে টয়লেট পরিষ্কার করাটাই অনেক ঝামেলার। তার ওপর কমোড পরিষ্কার করাটা তো আরো বেশি ক্লান্তিকর বিশেষ করে আপনি যদি এটাকে ঝকঝকে করতে চান।

আর কমোড পরিষ্কারের জন্যে বাজারে অনেক পণ্য পাওয়া যায়; যা রাসায়নিক সমৃদ্ধ। এগুলো পরিষ্কার করার পাশাপাশি আপনার কমোডের বর্ণ ও ফ্যাকাসে করে দেবে। এই সমস্যাটি প্রতিরোধের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই সবচেয়ে ভালো সমাধান। কমোড পরিষ্কার করার জন্য যেসব প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করা যায় তা হলো-

 

ভিনেগার: প্রথমে টয়লেট ফ্ল্যাশ করে নিন। ১০ মিনিট পর টয়লেট পরিষ্কার করার ব্রাশ দিয়ে ব্রাশ করে নিন। তারপর ১ গ্লাস ভিনেগার কমোডে ঢালুন এবং ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর আবার খুব ভালোভাবে ব্রাশ করুন। এরপর ফ্ল্যাশ করুন।

বেকিং সোডা ও ভিনেগার: রাতে ২ টেবিলচামচ বেকিং সোডা কমোডে ছিটিয়ে রাখুন। সকালে তিনবার ফ্ল্যাশ করুন। তারপর আধা কাপ ভিনেগার কমোডে দিয়ে ভালো করে ব্রাশ করুন। এর ফলে কমোডের যেকোনো ধরনের দাগই দূর হবে।

 

 লেবুর রস ও বোরাক্স: লেবু এমন একটি ফল যা দিয়ে আপনি ঘরের যেকোনো জিনিস পরিষ্কার করতে পারেন। আপনার টয়লেটের কমোডটি ঝকঝকে পরিষ্কার করার জন্য একটি পাত্রে ১ কাপ বোরাক্স নিয়ে এর সঙ্গে ২টি লেবুর রস যোগ করুন। উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। কমোডে পানি দিয়ে দিন বা ফ্ল্যাশ করে নিন যাতে কিনারের অংশগুলোও ভিজে। একটি স্পঞ্জের সাহায্যে মিশ্রণটি কমোডের সব জায়গায় লাগান। ২ ঘন্টা রাখার পর ব্রাশ দিয়ে ভালো করে মেঝে ধুয়ে নিন। কমোডের রিং এর একগুঁয়ে দাগ দূর করতে এটি চমৎকার কাজ করে।

বেকিং সোডা: ৩ টেবিলচামচ বেকিং সোডা কমোডে ছিটিয়ে রাখুন সারারাত। সারারাত থাকার ফলে এটি কমোডের মধ্যে শোষিত হবে। সকালে ফ্ল্যাশ করুন এবং ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষুন। তারপর আবারো ফ্ল্যাশ করুন। আপনার কমোডটি উজ্জ্বল ও পরিষ্কার হবে।

 ভিনেগার ও বোরাক্স: কমোডে ফ্ল্যাশ করে নিয়ে এর মধ্যে বরিক পাউডার ছিটিয়ে দিন। এর উপর ভিনেগার স্প্রে করুন। এভাবে ৩০ মিনিট বা তার বেশি সময় রেখে দিন। তারপর ব্রাশ করে ধুয়ে ফেলুন।

 ক্যাস্টাইল সোপ ও বেকিং সোডা: অলিভ অয়েল ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা নির্মিত হয় ক্যাস্টাইল সোপ। একটি বড় পাত্রে ১/৪ কাপ পরিমাণ তরল ক্যাস্টাইল সোপ নিয়ে এর সঙ্গে ৩/৪ কাপ   পরিমাণ পানি নিন এবং এর সঙ্গে ২ টেবিলচামচ বেকিং সোডা ও ৮-১০ ফোঁটা এসেনসিয়াল অয়েল বা লেবুর রস দিন। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে একটি  স্প্রে বোতলে ভরে নিন। বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে কমোডে স্প্রে করুন এবং ব্রাশ দিয়ে মেজে নিন। তারপর ফ্ল্যাশ করন।   সূএ : ডেইলি-বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com