ফাইল ছবি
জেলার সিংগাইর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ লাখ টাকার মূল্যের হেরোইনসহ মো. শাহীনুর (৩৪) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক শাহীনুর উপজেলার পূর্ব ভাকুম এলাকার লিচু ফকিরের ছেলে।
আজ সকালের দিকে আটকের তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সিংগাইরের পূর্ব ভাকুম এলাকায় দীর্ঘ সময় ধরেই শাহীনুর মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছালাম উল্লাহর বসত বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার করা হেরোইনের বর্তমান বাজার মূল্য পাঁচ লাখ টাকা।