ফাইল ছবি
টেকনাফে গহীন পাহাড় থেকে তিনজন অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে ১৫ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার বিকেল ৫টায় টেকনাফের বৈদ্যঘোনা নতুন পল্লান পাড়া গভীর পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
আজ (২৭ মার্চ) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (আইন এবং গণমাধ্যম) মো. শামসুল আলম খান।
উদ্ধাররা হলেন— আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)।
আটকরা হলেন— নবী হোসেন (২৭), জাহিদ হোসেন প্র. কাবিলা (২২)। তারা দুজনই টেকনাফ সদরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজির আহমেদের ছেলে।
মো. শামসুল আলম খান জানান, ২৫ মার্চ আমান উল্লাহ (১৯) ও তার বন্ধু সিরাজুল মোবিন (১৮) ফজরের নামাজের উদ্দেশ্যে বের হলে হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া রাস্তায় পৌঁছালে তাদের অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আমান উল্লাহর বাবা ঠান্ডা মিয়া (৬৫) র্যাব- ১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফের এক মাদরাসার সামনে থেকে অপহরণকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অপহরণের কথা স্বীকার করেছেন। তাদের দাবি ছিল ৫০ হাজার টাকা। টাকা না দিলে অপহৃতদের খুন করা হবে এই হুমকির কথাও স্বীকার করেছে র্যাবের কাছে। এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত দুইজনকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীদের কাছ থেকে ০২টি রাম দা, ২৫ ফুট শিকল, ০৮টি তালা, ০২টি চাবির ছড়াসহ ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।