চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে জলদস্যু কামাল বাহিনীর প্রধান কামালসহ ৫ জনকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মো.নুরুল আবছার।
তিনি জানান, ৭২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলে জেলেদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অপরাধে কুখ্যাত জলদস্যূ কামাল বাহিনীর প্রধান কামালসহ ৫ জন জলদস্যু আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও একটি ট্টলার উদ্ধার করা হয়। অপহৃত ৪ জন জনকে উদ্ধার করা হয়েছে।