ছবি: অন্তর্জাল
আধুনিক জীবন যাপনে ঘরের কাজের অন্যতম সঙ্গী ওয়াশিং মেশিন। এটি সময় বাঁচাতে সাহায্য করে। ওয়াশিং মেশিনে কাপড় কেচে নেয়াটা নতুন নয়। কিন্তু দিনের পর দিন কাপড় কাচার পর, ওয়াশিং মেশিনকেও তো পরিষ্কার করতে হয়! ওয়াশিং মেশিন পরিষ্কার করার কিন্তু নিয়ম রয়েছে। ঠিক পদ্ধতিতে পরিষ্কার না করলে, নষ্টও হতে পারে মেশিনটি।
কী উপায়ে পরিষ্কার করবেন: প্রথমেই জেনে রাখুন ওয়াশিং মেশিন দুই ধরনের হয়। টপ লোডিং এবং ফ্রন্ট লোডিং। দুইটি ক্ষেত্রে পরিষ্কার করার নিয়ম কিন্তু একেবারেই আলাদা।
প্রথমে ওয়াশিং মেশিনে পানি ভরে নিন। পানি লেভেল সর্বোচ্চ সীমায় বেঁধে দিন। মেশিনে যদি হট ওয়াশের ব্যবস্থা থাকে তাহলে তাতে গরম পানি ভরে নিন। যদি এই অপশন না থাকে, তাহলে পানি পুরো ভরে কিছুটা পানি বের করে, তার জায়গায় গরম পানি ঢেলে দিতে হবে।
এবার এতে ১০০ মিলিলিটার সাদা ভিনেগার দিয়ে মিনিট দুয়েক ওয়াশ মোডে চালিয়ে বন্ধ করে মেশিনের ঢাকনা খুলে রেখে দিন এক ঘণ্টা। এই তরলটি ওয়াশিং মেশিনের ভেতরে জমে থাকা জীবাণুদের মারতে সাহায্য করে। পাশাপশি ভিনেগার, মাইক্রোফাইবার ক্লথ এবং টুথব্রাশ দিয়ে মেশিনের টাব ছাড়া বাকি অংশ পরিষ্কার করে ফেলুন। মেশিন নিজেই পানি বের করে দেবে। এই নিয়মেই বেকিং সোডা দিয়ে ক্লিনজিং চালিয়ে দিন। এই বেকিং সোডার ক্লিনজিং কাজে আসবে। দুইটি সাইকেল শেষ হলে মাইক্রোফাইবার ক্লথটি ভিনেগার এবং বেকিং সোডা মেশানো দ্রবণে ভিজিয়ে ড্রামটি ভালো করে মুছে নিন। ঢাকা খুলে রেখে খোলা হাওয়ার ড্রাম শুকাতে দিন। সূত্র: সংবাদ প্রতিদিন