রাজধানী মিরপুরের সেনপাড়ায় বেড়াতে এসে বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সেনপাড়া মেট্রোরেলের ২২৬ নম্বর পিলার সংলগ্ন রাস্তায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন শফিকুল।
এ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে আল-হেলাল হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।
পুলিশ খবর পেয়ে রাতে আল-হেলাল হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আরও জানান, শফিকুল সাভার এলাকায় থাকতেন। মিরপুর এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। ঘটনার পরপরই বাসসহ চালককে আটক করা হয়।