মেসির জোড়া গোলে দাপুটে জয় মায়ামির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির ভুলেই ম্যাচের শুরুতে গোল হজম করেছিল ইন্টার মায়ামি। স্মরণীয় পারফরম্যান্সে তা দারুণভাবেই পুষিয়ে দিলেন আর্জেন্টাইন মহানায়ক। মন্ট্রিয়ল সিএফকে ৪-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি।

 

ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর এই ম্যাচ দিয়ে আবার মেজর লিগ সকারের অভিযান শুরু হলো মায়ামির। বাংলাদেশ সময় আজ রবিবার সকালে শেষ হওয়া ম্যাচে মেসির জোড়া গোল ছাড়াও মায়ামির হয়ে গোল করেন তাদেও আইয়েন্দে ও তেলাস্কো সেগোভিয়া।

নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মন্ট্রিয়ল। মাঝমাঠের নিচে নেমে যাওয়া মেসি বল ধরে নিজেদের রক্ষণে ব্যাক পাস দিতে গিয়ে ঠিকঠাক দিতে পারেননি। বল পেয়ে যান মন্ট্রিয়লের প্রিন্স উসু। জার্মান ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে।

 

এরপর আস্তে আস্তে গুছিয়ে ওঠে মায়ামি। পঞ্চদশ মিনিটে দারুণ পাল্টা আক্রমণ থেকে জর্দি আলবার শট ডাইভিং গোলকিপারের পাশ দিয়ে গিয়ে পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে মেসি তেমন কিছু করতে পারেননি।

 

তবে তখন থেকেই একের পর এক আক্রমণে মন্ট্রিয়ল ব্যস্ত করে তোলে মায়ামি। সুযেগি হাতছাড়া হয় বেশ কিছু। ৩৩তম মিনিটে মেসির টোকায় বল পেয়ে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের মাপা শটে মায়ামিকে সমতায় ফেরান তাদেও আইয়েন্দে।

 

মেসির প্রথম গোলটি ৪০তম মিনিটে। রক্ষণভাগ থেকে উড়ে আসা বল হেড করে মেসিকে দেন লুইস সুয়ারেস। মেসি বল ধরে ডান পাশ দিয়ে ঢুকে পড়েন বক্সের ভেতর। দুই ডিফেন্ডারের ভেতর দিয়ে দারুণভাবে এগিয়ে ঘিরে থাকা তিনজনের জটলার ভেতর থেকে আচমকা শটে তিনি দূরের পোস্ট দিয়ে বল পাঠিয়ে দেন জালে।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে মন্ট্রিয়ল কয়েকটি আক্রমণ চালিয়ে গোল আদায় করতে পারেনি। উল্টো ৬০তম মিনিটে তারা আরও পিছিয়ে পড়ে। আইয়েন্দের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দুর্দান্ত শটে গোল করেন সেগোভিয়া। ক্রসবারে লেগে জালে ঢুকে যাওয়া বলে গোলকিপারের তেমন কিছু করার ছিল না।

 

মিনিট দুয়েক পরই মেসির আরেকটি চোখধাঁধানো গোল। মাঝমাঠের একটু ওপরে সুয়ারেস আলতো করে বল বাড়ান তাকে। মায়ামি অধিনায়ক বল ধরে দ্রুতগতিতে এগিয়ে যান পরপর দুজনকে কাটিয়ে। বক্সের ভেতর ঢুকে আরও দুজনকে কাটিয়ে কাছ থেকে জোরাল শটে গোল করেন। তার উল্লাস দেখে বোঝা যাচ্ছিল, নিজেও কতটা তৃপ্ত তিনি।

 

৭০তম মিনিটে মেসির পাস থেকে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সুয়ারেস। কিন্তু দারুণভাবে পা দিয়ে রক্ষা করেন মন্ট্রিয়লের গোলকিপার। বাকি সময়ে তেমন কিছু আর হয়নি।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১৭ ম্যাচ ৩২ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মায়ামি। ক্লাব বিশ্বকাপে ব্যস্ত থাকায় ম্যাচ কয়েকটি কম খেলেছে তারা। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাটি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জরুরি সভা ডেকেছে ছাত্রদল

» মির্জা ফখরুলের সঙ্গে নেজামে ইসলাম পার্টির বৈঠক

» সব দলের সঙ্গে আলোচনা ছাড়া নির্বাচন দিলে গ্রহণযোগ্য হবে না: আখতার

» শাসক ও ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় করতে হবে: জোনায়েদ সাকি

» ‘অনেক ঘটনায় ২০ জন আসামি হওয়ার কথা ছিল, কিন্তু ২০০ জনকে করা হয়েছে’

» রাষ্ট্রের মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস প্রতিস্থাপন চায় জামায়াত

» ‘চাঁদাবাজি যেই করুক, কোনো ছাড় নয় : আমিনুল হক

» রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

» আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা

» ইরানিদের রক্ত বৃথা যাবে না: খামেনি

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেসির জোড়া গোলে দাপুটে জয় মায়ামির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির ভুলেই ম্যাচের শুরুতে গোল হজম করেছিল ইন্টার মায়ামি। স্মরণীয় পারফরম্যান্সে তা দারুণভাবেই পুষিয়ে দিলেন আর্জেন্টাইন মহানায়ক। মন্ট্রিয়ল সিএফকে ৪-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি।

 

ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর এই ম্যাচ দিয়ে আবার মেজর লিগ সকারের অভিযান শুরু হলো মায়ামির। বাংলাদেশ সময় আজ রবিবার সকালে শেষ হওয়া ম্যাচে মেসির জোড়া গোল ছাড়াও মায়ামির হয়ে গোল করেন তাদেও আইয়েন্দে ও তেলাস্কো সেগোভিয়া।

নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মন্ট্রিয়ল। মাঝমাঠের নিচে নেমে যাওয়া মেসি বল ধরে নিজেদের রক্ষণে ব্যাক পাস দিতে গিয়ে ঠিকঠাক দিতে পারেননি। বল পেয়ে যান মন্ট্রিয়লের প্রিন্স উসু। জার্মান ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে।

 

এরপর আস্তে আস্তে গুছিয়ে ওঠে মায়ামি। পঞ্চদশ মিনিটে দারুণ পাল্টা আক্রমণ থেকে জর্দি আলবার শট ডাইভিং গোলকিপারের পাশ দিয়ে গিয়ে পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে মেসি তেমন কিছু করতে পারেননি।

 

তবে তখন থেকেই একের পর এক আক্রমণে মন্ট্রিয়ল ব্যস্ত করে তোলে মায়ামি। সুযেগি হাতছাড়া হয় বেশ কিছু। ৩৩তম মিনিটে মেসির টোকায় বল পেয়ে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের মাপা শটে মায়ামিকে সমতায় ফেরান তাদেও আইয়েন্দে।

 

মেসির প্রথম গোলটি ৪০তম মিনিটে। রক্ষণভাগ থেকে উড়ে আসা বল হেড করে মেসিকে দেন লুইস সুয়ারেস। মেসি বল ধরে ডান পাশ দিয়ে ঢুকে পড়েন বক্সের ভেতর। দুই ডিফেন্ডারের ভেতর দিয়ে দারুণভাবে এগিয়ে ঘিরে থাকা তিনজনের জটলার ভেতর থেকে আচমকা শটে তিনি দূরের পোস্ট দিয়ে বল পাঠিয়ে দেন জালে।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে মন্ট্রিয়ল কয়েকটি আক্রমণ চালিয়ে গোল আদায় করতে পারেনি। উল্টো ৬০তম মিনিটে তারা আরও পিছিয়ে পড়ে। আইয়েন্দের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দুর্দান্ত শটে গোল করেন সেগোভিয়া। ক্রসবারে লেগে জালে ঢুকে যাওয়া বলে গোলকিপারের তেমন কিছু করার ছিল না।

 

মিনিট দুয়েক পরই মেসির আরেকটি চোখধাঁধানো গোল। মাঝমাঠের একটু ওপরে সুয়ারেস আলতো করে বল বাড়ান তাকে। মায়ামি অধিনায়ক বল ধরে দ্রুতগতিতে এগিয়ে যান পরপর দুজনকে কাটিয়ে। বক্সের ভেতর ঢুকে আরও দুজনকে কাটিয়ে কাছ থেকে জোরাল শটে গোল করেন। তার উল্লাস দেখে বোঝা যাচ্ছিল, নিজেও কতটা তৃপ্ত তিনি।

 

৭০তম মিনিটে মেসির পাস থেকে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সুয়ারেস। কিন্তু দারুণভাবে পা দিয়ে রক্ষা করেন মন্ট্রিয়লের গোলকিপার। বাকি সময়ে তেমন কিছু আর হয়নি।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১৭ ম্যাচ ৩২ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মায়ামি। ক্লাব বিশ্বকাপে ব্যস্ত থাকায় ম্যাচ কয়েকটি কম খেলেছে তারা। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাটি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com