রোহিতকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন বাবর

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : অসাধারণ এক রেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। ভারতের রোহিত শার্মাকে ছাড়িয়ে হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সফলতম ব্যাটসম্যান। লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয়ের পথে বিশ্ব রেকর্ডটি গড়েন বাবর।

বাদ পড়ার ১০ মাস পর এই সিরিজ দিয়েই ২০ ওভারের সংস্করণে ফেরেন বাবর। কিন্তু প্রথম ম্যাচে দুই বল খেলে শূন্য রানে আউট হয়ে যান তিনি। সেই হতাশা সামলে শুক্রবার আর ভুল করেননি সাবেক পাকিস্তান অধিনায়ক।

এই সংস্করণ থেকে রোহিত অবসর নেওয়ায়, রেকর্ডটি আসলে বাবরের যেন হওয়ারই ছিল। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চূড়ায় উঠতে এদিন ৯ রান দরকার ছিল তার।

১১১ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতেই ৫৪ রান তুলে ফেলে পাকিস্তানের দুই ওপেনার। সপ্তম ওভারে সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরানো কর্বিন বশকে গিয়েই দুর্দান্ত কাভার ড্রাইভে বাউন্ডারি মারেন বাবর। এরপর খেলেন সিঙ্গেল নিয়ে।

ইনিংসের দ্বাদশ ওভারে ডনোভান ফেরেরাইকে লং অফে খেলে একটি রান নিয়ে রোহিতকে ছাড়িয়ে যান বাবর। ১৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন তিনি। ২০১৬ সালে এই সংস্করণে অভিষেকের পর থেকে, ১৩০ ম্যাচের ১২৩ ইনিংসে ৩৯.৫৭ গড়ে বাবরের মোট রান হলো ৪ হাজার ২৩৪। তিনটি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

তালিকায় দুইয়ে নেমে যাওয়া রোহিতের রান ৪ হাজার ২৩১; ১৫১ ইনিংসে ৩২.০৫ গড়ে। তার সতীর্থ বিরাট কোহলি ১১৭ ইনিংসে ৪ হাজার ১৮৮ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে, ৪৮.৬৯ গড়ে। তিনিও এই সংস্করণ থেকে বিদায় নিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

» জামায়াতে ইসলামীর ২ দিনের কর্মসূচি ঘোষণা

» নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না: আমান

» হাদি হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদলের স্মারকলিপি

» ‘সরকারকে সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকেই নেওয়া উচিত ছিল’

» পিস্তলের গুলির খোসাসহ যুবদলের তিন কর্মী গ্রেফতার

» যুদ্ধবিরতির মধ্যে কাতার-মিশর-তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র

» ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ

» ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা

» প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় বিএফইউজে-ডিইউজের গভীর উদ্বেগ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রোহিতকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন বাবর

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : অসাধারণ এক রেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। ভারতের রোহিত শার্মাকে ছাড়িয়ে হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সফলতম ব্যাটসম্যান। লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয়ের পথে বিশ্ব রেকর্ডটি গড়েন বাবর।

বাদ পড়ার ১০ মাস পর এই সিরিজ দিয়েই ২০ ওভারের সংস্করণে ফেরেন বাবর। কিন্তু প্রথম ম্যাচে দুই বল খেলে শূন্য রানে আউট হয়ে যান তিনি। সেই হতাশা সামলে শুক্রবার আর ভুল করেননি সাবেক পাকিস্তান অধিনায়ক।

এই সংস্করণ থেকে রোহিত অবসর নেওয়ায়, রেকর্ডটি আসলে বাবরের যেন হওয়ারই ছিল। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চূড়ায় উঠতে এদিন ৯ রান দরকার ছিল তার।

১১১ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতেই ৫৪ রান তুলে ফেলে পাকিস্তানের দুই ওপেনার। সপ্তম ওভারে সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরানো কর্বিন বশকে গিয়েই দুর্দান্ত কাভার ড্রাইভে বাউন্ডারি মারেন বাবর। এরপর খেলেন সিঙ্গেল নিয়ে।

ইনিংসের দ্বাদশ ওভারে ডনোভান ফেরেরাইকে লং অফে খেলে একটি রান নিয়ে রোহিতকে ছাড়িয়ে যান বাবর। ১৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন তিনি। ২০১৬ সালে এই সংস্করণে অভিষেকের পর থেকে, ১৩০ ম্যাচের ১২৩ ইনিংসে ৩৯.৫৭ গড়ে বাবরের মোট রান হলো ৪ হাজার ২৩৪। তিনটি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

তালিকায় দুইয়ে নেমে যাওয়া রোহিতের রান ৪ হাজার ২৩১; ১৫১ ইনিংসে ৩২.০৫ গড়ে। তার সতীর্থ বিরাট কোহলি ১১৭ ইনিংসে ৪ হাজার ১৮৮ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে, ৪৮.৬৯ গড়ে। তিনিও এই সংস্করণ থেকে বিদায় নিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com