সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তবে চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানের হারে ধাক্কা খেয়েছে লিটন দাসের দল। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় আজ একই ভেন্যুতে সিরিজ বাঁচাতে লড়বে স্বাগতিকরা।
কিন্তু মাঠের লড়াইয়ের আগেই নতুন চিন্তা আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ইতোমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে মোংলা, পায়রা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে সূচি অনুযায়ী আজকের দ্বিতীয় এবং শুক্রবারের শেষ টি-টোয়েন্টি দুটিই বৃষ্টির হুমকিতে।
তবে আশা জাগাচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। যার উন্নত ড্রেনেজ ব্যবস্থা অতিরিক্ত বৃষ্টিতেও দ্রুত খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারে।
মাঠের চিন্তা ছাড়াও বাংলাদেশের ভাবনায় আছে নিজেদের ব্যাটিং ব্যর্থতা। প্রথম ম্যাচে ১৬৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় দল থেমে যায় ১৬ রানে। টপ অর্ডার ও মিডল অর্ডারের কেউই দায়িত্ব নিতে পারেননি।
পেসার তানজিম হাসান সাকিব ম্যাচ শেষে বলেন, ‘আমরা পাওয়ার প্লেতে উইকেট হারিয়েছি। যদি কেউ থিতু হতে পারত, তাহলে চিত্রটা আলাদা হতো। মিডল অর্ডার আরও দায়িত্ব নিলে ম্যাচটা আমাদের দিকেই যেতে পারত।’
অধিনায়ক লিটন দাসও ব্যাটারদের কাঠগড়ায় তোলেন, বিশেষ করে শামীম পাটোয়ারিকে। গুরুত্বপূর্ণ মুহূর্তে মাত্র ১ রানে আউট হন তিনি। এর আগে শেষ ছয় ইনিংসে চারবারই শূন্য রানে ফিরেছেন।
সিরিজে টিকে থাকতে একাদশে পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে। শামীমের বদলে ফিরতে পারেন জাকের আলী, আর পেস বিভাগে তাসকিন আহমেদের জায়গায় দেখা যেতে পারে শরিফুল ইসলামকে।







