তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করা জাকিয়া সুলতানা।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জাকিয়া সুলতানা তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা মকবুল হোসেনের স্থলাভিষিক্ত হবেন। ১৬ অক্টোবর মকবুল হোসেনকে অবসরে পাঠায় সরকার।
উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা ঐ প্রজ্ঞাপনটিতে নির্বাচন কমিশনার সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব করার কথা জানানো হয়েছে।
জাকিয়া সুলতানা ১০তম বিসিএসের মাধ্যমে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), পরিবেশ ও বন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মহিলাবিষয়ক অধিদফতরসহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
অর্থ মন্ত্রণালয়ে কর্মরত থাকা অবস্থায় জাকিয়া সুলতানা ব্যাংকগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঠ প্রশাসনে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।