ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে দশম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদের শহীদ মিনারে জড়ো হতে দেখা গেছে।
এসময় শিক্ষকরা বলেন, দাবি মেনে প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শিক্ষকদের শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিলের কথা রয়েছে। এদিকে, আজ শিক্ষকদের সঙ্গে সংহতি জানাবে শহীদ মিনারে আসবে কয়েকটি রাজনৈতিক দল।