সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : শহীদ শামসুজ্জোহার করব জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। সোমবার দুপুরে প্রশাসন ভবনের সামনে অবস্থিত এ করব জিয়ারত করা হয়।
নির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, নির্বাচনের মাত্র ক’দিন হয়েছে। এখনও আনুষ্ঠানিক শপথ পর্ব হয়নি, তাই অফিসিয়াল কোন কার্যক্রম করতে পারছি না। আমরা আজ শহীদ জোহা স্যারের করব জিয়ারত করলাম। কারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর ভূমিকা ও বাঙালির ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য। এছাড়াও জুলাই আন্দোলনে রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুম ও আলী রায়হানের করব আমরা জিয়ারত করবো এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবো।
এরআগে, গত ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়। এতে শিবির ভিপি ও এজিএসসহ ২০ পদে জয়লাভ করে। আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে জিএস পদে বিজয়ী হন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।