সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।
দুই পেসার, তিন স্পিনার ও সাত ব্যাটার নিয়ে খেলবে মিরাজরা। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। দলে আছেন সৌম্য সরকারও। জায়গা হারিয়েছেন শামীম হোসেন।
আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের লক্ষ্য আবারও জয়ের ট্র্যাকে ফিরে আসা। টানা ৫টি ওয়ানডে সিরিজ হারের পর তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো করার প্রত্যাশা মেহেদী হাসান মিরাজদের।
বাংলাদেশ একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।