চিকেন ফ্রাইড রাইস তৈরীর রেসিপি

চিকেন ফ্রাইড রাইস তৈরী উপকরণসমূহ :

উপকরণের নাম পরিমাণ
পোলাউ চাল ৫০০ গ্রাম (৪ জনের জন্য)
গাঁজর, মটরসুটি, ইত্যাদি* পরিমাণ মত
হাড় ছাড়ানো মুরগীর গোস্ত হাফ কাপ
ডিম ৩টা
পেয়াজ কুচি হাফ কাপ
কাঁচা মরিচ কয়েকটা
আদা বাটা ১ টেবিল চামচ
তেল এক কাপের কম
ঘি (অপশনাল) ১ চামচ
সয়াসস ৫ টেবিল চামচ
ওয়েষ্টার সস ৫ টেবিল চামচ
টমেটো সস ৫ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
পানি আন্দাজ মত
লবণ স্বাদ মত

* সিজনাল সবজি যা পাওয়া যায় যেমন: মটরসুটি, ক্যাপসিকাম, গাজর, বাঁধা কপি, পেপে, ইত্যাদি।।

চিকেন ফ্রাইড রাইস রান্নার পদ্ধতি :

১। সয়াসস, ওয়েষ্টার সস, টমেটো সস এবং চিনি একসাথে বাটিতে মিশেয়ে সস বানিয়ে রাখুন। সয়া সসে লবণ দেয়া থাকে, সেজন্য পরবর্তীতে লবণ ব্যবহারে সর্তক হতে হবে।
২। মুরগীর গোসত লম্বা লম্বা করে কাটুন (স্ট্র পাইপের মত)। পরিষ্কার করে বাটিতে কয়েক চামচ মিক্স সসে মাখিয়ে রাখুন।
৩। ডিম ভেঙ্গে ফাটিয়ে নিন।
৪। কাঁচা মরিচ লম্বালম্বি করে কাটুন।
৫। সবজিগুলো কোনাকুনি করে কাটতে পারেন। পেজারকে গোল গোল ডুম করে কাটুন। দেখতে ভাল লাগবে। এবার গাজরকে সিদ্ধ করে নরম করে নিন। অন্য সবজি সিদ্ধ করার দরকার নেই।
৬। চাউল পানিতে সামান্য লবণ যোগে সিদ্ধ করে ফুটিয়ে নিন। বেশি নরমও নয়, আবার বেশী সিদ্ধ নয়। ঠাণ্ডা পানিতে ধুয়ে চাউল গুলো ঝরঝরে করে ফেলুন এবং পানি ঝরিয়ে রেখে দিন।
৭। তেল গরম করে কয়েকটা কাঁচা মরিচ যোগে ডিম গুলোর ঝুরি বানিয়ে ফেলুন। খুন্তি দিয়ে গুড়া গুড়া করে ফেলবেন। লক্ষ্য রাখবেন যেন ঝর ঝরে হয়ে যায়।
৮। এবার মূল রান্নার জন্য কড়াইতে তেল গরম করুন, এক চামচ ঘি দিতে পারেন। প্রথমে তেল গরম হয়ে গেলে এক চিমটি লবণ যোগে পেয়াজ কুচি ও আদা বাটা ভাজুন এবং চিকেন গুলো দিয়েও ভেজে নিন। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন। চিকেন সিদ্ধ হয়ে চমৎকার রং ধরে যাবে।
৯। এবার ধীরে ধীরে সবজি দিতে থাকুন এবং ভাজুন। সব সবজি দিয়ে দিন। সবজি গুলো সিদ্ধ হয়ে এমন মোলায়েম রং ধরে যাবে। ঝাল চাইলে আরো কাঁচা মরিচ দিতে পারেন।
১০। এবার পানি ঝরিয়ে রাখা চাউল ছিটিয়ে দিন। মিক্স করতে থাকুন।
১১। বাটিতে থাকা কয়েক চামচ মিক্স সসেস দিন এবং নাড়ুন। আবারো কিছু চাউল দিন। বাকি মিক্স সসেস দিয়ে দিন। এভাবে চাউল এবং সসেস দেয়ার কারণ হচ্ছে যাতে সব ভাল করে মিক্স হয়। খুন্তি দিয়ে নাড়িয়ে এমন একটা অবস্থায় এসে যাবে।
১২। চাউল দেখে নিন। এবার ডিমের ঝুরি (যা আগে করে রাখা হয়েছিল) দিয়ে দিন এবং নাড়ুন।
১৩। এরই মাঝে লবণ দেখুন। লবণ কম মনে হলে লবণ দিন; অন্যথায় দিয়েন না।

তৈরী হয়ে গেল দারুন স্বাদের মুরগী ও ডিমের মজাদার ফ্রাইড রাইস।  পরিবেশনের আগে রাইসের উপর দিয়ে গাজর কুচি কুচি করে কেটে ছিটিয়ে দিতে পারেন। দেখতে ভাল লাগবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : সেনা সদর

» আশুরা-তাজিয়া মিছিলে অংশ নিতে ডিএমপির একগুচ্ছ পরামর্শ

» স্ত্রীর কিডনিতে জীবন ফিরে পেয়ে পরকীয়ায় জড়ালেন স্বামী!

» যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

» স্বাস্থ্য অধিদফতরকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিল চীন

» পেন্টাগনের মূল্যায়ন: কতোটা ক্ষতি হলো ইরানের পারমাণবিক কর্মসূচির?

» সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির

» ইতালির নাগরিক তাবেলা হত্যা: ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

» টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

» এইচএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ছিনতাই

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চিকেন ফ্রাইড রাইস তৈরীর রেসিপি

চিকেন ফ্রাইড রাইস তৈরী উপকরণসমূহ :

উপকরণের নাম পরিমাণ
পোলাউ চাল ৫০০ গ্রাম (৪ জনের জন্য)
গাঁজর, মটরসুটি, ইত্যাদি* পরিমাণ মত
হাড় ছাড়ানো মুরগীর গোস্ত হাফ কাপ
ডিম ৩টা
পেয়াজ কুচি হাফ কাপ
কাঁচা মরিচ কয়েকটা
আদা বাটা ১ টেবিল চামচ
তেল এক কাপের কম
ঘি (অপশনাল) ১ চামচ
সয়াসস ৫ টেবিল চামচ
ওয়েষ্টার সস ৫ টেবিল চামচ
টমেটো সস ৫ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
পানি আন্দাজ মত
লবণ স্বাদ মত

* সিজনাল সবজি যা পাওয়া যায় যেমন: মটরসুটি, ক্যাপসিকাম, গাজর, বাঁধা কপি, পেপে, ইত্যাদি।।

চিকেন ফ্রাইড রাইস রান্নার পদ্ধতি :

১। সয়াসস, ওয়েষ্টার সস, টমেটো সস এবং চিনি একসাথে বাটিতে মিশেয়ে সস বানিয়ে রাখুন। সয়া সসে লবণ দেয়া থাকে, সেজন্য পরবর্তীতে লবণ ব্যবহারে সর্তক হতে হবে।
২। মুরগীর গোসত লম্বা লম্বা করে কাটুন (স্ট্র পাইপের মত)। পরিষ্কার করে বাটিতে কয়েক চামচ মিক্স সসে মাখিয়ে রাখুন।
৩। ডিম ভেঙ্গে ফাটিয়ে নিন।
৪। কাঁচা মরিচ লম্বালম্বি করে কাটুন।
৫। সবজিগুলো কোনাকুনি করে কাটতে পারেন। পেজারকে গোল গোল ডুম করে কাটুন। দেখতে ভাল লাগবে। এবার গাজরকে সিদ্ধ করে নরম করে নিন। অন্য সবজি সিদ্ধ করার দরকার নেই।
৬। চাউল পানিতে সামান্য লবণ যোগে সিদ্ধ করে ফুটিয়ে নিন। বেশি নরমও নয়, আবার বেশী সিদ্ধ নয়। ঠাণ্ডা পানিতে ধুয়ে চাউল গুলো ঝরঝরে করে ফেলুন এবং পানি ঝরিয়ে রেখে দিন।
৭। তেল গরম করে কয়েকটা কাঁচা মরিচ যোগে ডিম গুলোর ঝুরি বানিয়ে ফেলুন। খুন্তি দিয়ে গুড়া গুড়া করে ফেলবেন। লক্ষ্য রাখবেন যেন ঝর ঝরে হয়ে যায়।
৮। এবার মূল রান্নার জন্য কড়াইতে তেল গরম করুন, এক চামচ ঘি দিতে পারেন। প্রথমে তেল গরম হয়ে গেলে এক চিমটি লবণ যোগে পেয়াজ কুচি ও আদা বাটা ভাজুন এবং চিকেন গুলো দিয়েও ভেজে নিন। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন। চিকেন সিদ্ধ হয়ে চমৎকার রং ধরে যাবে।
৯। এবার ধীরে ধীরে সবজি দিতে থাকুন এবং ভাজুন। সব সবজি দিয়ে দিন। সবজি গুলো সিদ্ধ হয়ে এমন মোলায়েম রং ধরে যাবে। ঝাল চাইলে আরো কাঁচা মরিচ দিতে পারেন।
১০। এবার পানি ঝরিয়ে রাখা চাউল ছিটিয়ে দিন। মিক্স করতে থাকুন।
১১। বাটিতে থাকা কয়েক চামচ মিক্স সসেস দিন এবং নাড়ুন। আবারো কিছু চাউল দিন। বাকি মিক্স সসেস দিয়ে দিন। এভাবে চাউল এবং সসেস দেয়ার কারণ হচ্ছে যাতে সব ভাল করে মিক্স হয়। খুন্তি দিয়ে নাড়িয়ে এমন একটা অবস্থায় এসে যাবে।
১২। চাউল দেখে নিন। এবার ডিমের ঝুরি (যা আগে করে রাখা হয়েছিল) দিয়ে দিন এবং নাড়ুন।
১৩। এরই মাঝে লবণ দেখুন। লবণ কম মনে হলে লবণ দিন; অন্যথায় দিয়েন না।

তৈরী হয়ে গেল দারুন স্বাদের মুরগী ও ডিমের মজাদার ফ্রাইড রাইস।  পরিবেশনের আগে রাইসের উপর দিয়ে গাজর কুচি কুচি করে কেটে ছিটিয়ে দিতে পারেন। দেখতে ভাল লাগবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com