নিজস্ব সংবাদদাতাঃ ঝড়ে পড়া কোমলমতি শিশুদের পাঠদান উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন পোগ্রাম প্রকল্প যার বাস্তবায়ন সহায়তা সংস্হা ঢাকা আহ্ছানিয়া মিশন ও বাস্তবায়ন সহযোগী সংস্থা ডোক্যাপ এর মাধ্যমে পরিচালিত নন্দীপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়েটি পরিচালনার দ্বায়িত্বে স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে ঝড়ে পড়া ও দরিদ্র পরিবারের শিশুদের জন্য প্লে গ্রুপ হতে ৫ম শ্রেনী পর্যন্ত ছাত্র ছাত্রীদের পাঠদানে দ্বায়িত্ব পালন করে চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৪ নং ওয়ার্ড নান্দী পাড়া এলাকায়।
প্রভাতী ও দীবা এ দু সিপ্টের মাধ্যমে স্কুলে শিক্ষা দেয়া হয় । মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ৬০ জন। স্কুলটির শিক্ষকতার দ্বায়িত্বে রয়েছেন কামরুন্নাহার বিথী। স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থার সভানেত্রী রিপা আক্তারের তত্বাবধানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১১নং ওয়ার্ডে ৪টি স্কুল ও নন্দী পড়া ১টি স্কুল সহ মোট ৫টি স্কুল শিশুদের শিক্ষাদান করে চলছে।
৩ ফ্রেরুয়ারী বৃহস্পতিবার বেলা ১টায় কোমলমতি এ শিশুদের জন্য স্বপযাত্রা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে রান্নাকরা খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশনের সময় নারী উদ্যোক্তা রিপা আক্তার বলেন, মহামারী করোনার জন্য স্কুল বন্ধ থাকায় দীর্ঘদিন শিশুরা স্কুলে আসা থেকে বিরত তাই আজ শিক্ষার্থীদের মনে উৎসাহ যোগাতে খাবারের এ আয়োজন।
এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর নেবার পাশাপাশি পড়ালেখার প্রতি উৎসাহ সৃষ্টি করাটাই ছিলো আমাদের উদ্দেশ্য।
Facebook Comments Box