মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ ৭ ফেব্রæয়ারী ৭ম ধাপের জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউনিয়নে ইউপি নির্বাচন। আওলাই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ আবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন তার ইউনিয়নে জেলার বিভিন্ন এলাকা থেকে বহিরাগতরা এসে বিশৃংখলা সৃষ্টি করছে। সন্ত্রাসীরা নৌকা প্রার্থীর লোকজন হয়ে তার নির্বাচনী প্রচারণায় হামলা, বাধা প্রদানসহ তাকে অবরুদ্ধ করে রেখেছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ ঝাংঝইর গ্রামের তার বাসভবনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় গোড়না এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় নৌকা মার্কার প্রার্থীর ছেলে মনির হোসেন তার বহিরাগতদের নিয়ে হামলা চালায়। তিনি সুখানপুকর গ্রামে আশ্রয় নিয়ে রক্ষা পান। তারা দুই কর্মীর মটরসাইকেল ভাংচুরসহ ১০/১২জন কর্মীকে মারপিট করে। তাকে অবরুদ্ধ করে রাখলে পুলিশের সহযোগিতায় বাড়িতে আসেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা, পোষ্টার ও ব্যানার নিয়ে প্রচারণা চালাতে গেলে নৌকা মার্কার কর্মী, সমর্থকরা ব্যানার ও পোষ্টার লাগাতে দেয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা তিনি সন্দেহ প্রকাশ করেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষে তিনি সাংবাদিক, প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।