যেকোনো পরিস্থিতিতে ঘর পরিপাটি রাখতে পারে এরা। কোনো জিনিস এদিক থেকে ওদিক হলেই মেজাজ গরম। গৃহসজ্জার দিকে তাদের বিশেষ নজর, নিজের হাতে ঘর সাজাতে তাদের ভালো লাগে।
আবার অনেকেই এক্ষেত্রে বেশ কিছু ভুল করে ফেলেন। তার মূল কারণ পরিকল্পনা বা ভাবনা-চিন্তার অভাব। ঘর তো সাজাবেন, কিন্তু কিছু ভুল এড়িয়ে চললে আপনার সাধের অন্দরমহল হয়ে উঠতে পারে আরো সুন্দর ও ঝকঝকে। দেখে নিন সচরাচর কোন ভুলগুলি হয়ে থাকে-
ঘরের সিলিংয়ে অনেকে শখ করে ঝা়ড়বাতি লাগান। তাতে ঘরের সৌন্দর্য বাড়ে ঠিকই, কিন্তু বেশি উঁচুতে ঝাড়বাতি ঝোলালে তা দেখতে ভাল লাগে না। তাছাড়া এর ফলে আলো সেভাবে ছড়িয়ে পড়তে পারে না, ঘর অন্ধকার দেখায়। ঝাড়বাতি লাগান কিন্তু সিলিং থেকে সামান্য দূরত্বে লাগান। তবেই সব ঠিক দেখাবে।
পর্দা কখনো ছোট লাগাবেন না। পর্দা যদি ঝুলে সামান্য বেশি হয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জানলা বা দরোজার উচ্চতার তুলনায় ছোট হলেই তা দেখতে মন্দ লাগে। দৈর্ঘ্য ছাড়াও পর্দার ক্ষেত্রে রঙ খুব গুরুত্বপূর্ণ। দেয়াল ও আসবাবপত্রের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্দার রং বাছুন।
রং বাছার ক্ষেত্রেও অনেকে বি়জ্ঞাপনের ফাঁদে প়ড়েন। দোকানে কোনো রং দেখে পছন্দ হল, কিন্তু বাড়িতে ব্যবহারের সময়ে দেখলেন দুই একটি রঙের মধ্যে বিশাল ফারাক। বিশেষ করে ধূসর রঙের ক্ষেত্রে এমন বেশি হয়। আলোয় অনেক সময়ে ধূসর কোনো জিনিস নীলাভ দেখায়। তাই রং বাছার ক্ষেত্রে সতর্ক থাকুন।
রং তো বাছলেন, কিন্তু তার পর দেখলেন আসবাবপত্রের সঙ্গে তা যাচ্ছে না। আসবাব চাইলে বদলানো যায়। কিন্তু রং একবার হয়ে গেলে তা আবার নতুন করে করার ঝামেলা অনেক। তাই আগে ঠিক করে নিন কোন ধরনের বা কী রঙের আসবাব দিয়ে ঘর সাজাবেন। সেই মতো দেয়ালের রং নির্বাচন করুন।
অনেকে দেয়ালে ছবি ঝোলাতে পছন্দ করেন। ছবি ঝোলানোর সময়ে খেয়াল করবেন যেন তা দেয়ালের খুব উঁচুতে না থাকে। ঘাড় উঁচু করে ছবি দেখতে কারোরই ভাল লাগবে না। আই লেভেল বরাবর রাখার চেষ্টা করুন।