আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নে দীর্ঘ ৩০ বছর ধরে মামলা চলা জমি অবশেষে উদ্ধার হয়েছে।
বছরের পর বছর আইনি জটিলতা ও দখলদারিত্বের কারণে জমিটি ব্যবহার করতে পারেননি প্রকৃত মালিকপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, আদালতের রায় অনুযায়ী প্রশাসনের সহযোগিতায় আজ সকালে ওই জমিটি আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সদস্যরা।
উদ্ধারকৃত জমির মালিকপক্ষ জানিয়েছেন,দীর্ঘ তিন দশক ধরে আমরা ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। অবশেষে আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে।
স্থানীয়রা বলছেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপে জমি উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
মালিক পক্ষের বাহার জানান,
আমাদের ৩ একর ৭৫ শতক জমি বুজিয়ে পেয়েছি। এই জমি নিয়ে অতীতে দুইটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।”