কিন্তু বাজার থেকে টাটকা ফুল কিনে ঘরে আনতেই দুয়েক দিনের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়। কীভাবে দীর্ঘ দিন তাজা থাকবে ফুল?
যে ফুলদানিতে ফুল রাখবেন, তা পরিষ্কার থাকতে হবে।
ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটা যাবে না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তাহলে দীর্ঘ দিন তাজা থাকবে।
ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনো পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।
দু’টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।
ফুলদানির পানি পাল্টানোর অভ্যাস নেই তো? ফুল কিন্তু এ কারণেও শুকিয়ে যেতে পারে। দু’দিন অন্তর ফুলদানির পানি পাল্টে ফেলুন।