গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। জাঁদরেল অভিনেতা হিসেবে নিজেকে অনেক আগেই প্রমাণ করেছেন। সংগীতশিল্পী হিসেবেও তিনি সমাদৃত। অন্যদিকে ক্লোজআপ ওয়ান তারকা বিউটি। এরইমধ্যে গানে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। উপহার দিয়েছেন শ্রোতাপ্রিয় বেশকিছু গান। নতুন খবর হলো এবার একসঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু ও বিউটি। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
রাসেল কবীরের কথায় গানটির সুর ও সংগীত করেছেন পলাশ লোহা। শুধু তাই নয়, এই গানটির কণ্ঠ ধারণের কদিন আগেই বিউটি কণ্ঠ দিয়েছিলেন ফজলুর রহমান বাবু অভিনীত একটি ছবিতেও। ছবিটির নাম ‘ভাঙন’। মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত এই ছবির গানটির সুর ও সংগীত করেছেন রিয়েল আশিক। এদিকে নতুন গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, বিউটির সঙ্গে আমার প্রথম গান এটি। সেতো ভালো গায়িকা এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের গানটির কথা-সুর ও সংগীত চমৎকার হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিউটি বলেন, ফজলুর রহমান বাবু ভাইয়ের ভক্ত সেই ছোটবেলা থেকেই। সেই সময় থেকে এখনকার প্রজন্মের সবাই তার ভক্ত। গানটি করতে গিয়ে দেখলাম বাবু ভাই শিল্পী হিসেবে যতটা বড় মাপের, মানুষ হিসেবেও অসাধারণ। আমাদের গানটিও খুব মনে ধরেছে আমার। আশা করছি গানটি সবাই পছন্দ করবেন।