রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তার। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সন্ধ্যার দিকে ম্যাডামকে হাসপাতাল থেকে বাসায় আনা হবে।
এর আগে বেগম জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
উল্লেখ, গত ১৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া।